কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নদী ভাঙ্গনের শিকার ভুমিহীন পরিবারের পুর্ণবাসনের দাবী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা সদরের ভেলাকোপা এলাকায় বাংলাদেশ ভুমিহীন সমিতি কুড়িগ্রাম জেলা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন ভুমিহীন সমিতি জেলা শাখার সভাপতি মো: নূরনবী সরকার, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, ভুমিহীন নেতা আব্দুর রশিদ সরকার, এডভোকেট মো: লুৎফর রহমান, বেনজীর আহমেদ, নাজমুল হক প্রমুখ।
বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গনের শিকার ভুমিহীন পরিবারগুলোকে পুর্ণবাসনের দাবী জানান।