বিশেষ প্রতিনিধি:
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি আশ্রমের পাশে খেলা করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিরুলিয়া ইউনিয়নের কুমার খোদা আশ্রম-২ এর পাশে মাহবুব আলমের ভাড়া নেওয়া জায়গার একটি প্রকল্পে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
মৃত দুই শিশু শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রম-২ এর সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। তারা দুই জনই বাবার সাথে ওই আবাসনে থেকে বসবাস করে আসছিলো।
পুলিশ জানায়, ওই আশ্রমের পাশে মাহবুব নামের এক ব্যক্তি জায়গা ভাড়া করে একটি প্রকল্পের জন্য চারপাশে বাউন্ডারি করে মাঝখানে বিশাল গর্ত করে। ওই গর্তের পাশে খেলতে গিয়ে হাবিব ও ইব্রাহিম গর্তের পানিতে পড়ে যায়। এ সময় তারা দুজনেই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।