প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
ডিসিসি নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পণায় আশুলিয়ায় আটক ৭।
সাভার প্রতিনিধিঃ
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনকে ঘিরে নাশকতার পরিকল্পণায় গোপন বৈঠককালে সাভারে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বৈঠককালে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু, অব্দুল হামিদ, লিটন, ইসতিয়াক, আব্দুল হালিম বাবু, আরিফ খান ও রাসেল খান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, আগামিকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আশুলিয়ার বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পণা করছেন এমন গোপন সংবাদ পান তারা। পরে অভিযান চালিয়ে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে গোপন বৈঠককালে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
www.banglapaper24.com