কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে। বৃহম্পতিবার সকাল ৮ টা থেকে এ ৩ ইউনিয়নের ২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। এসব ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৬৮ হাজার ২শ ৬১ জন। সকাল থেকেই লম্বা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।
আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মোট ২৭ প্রার্থী প্রদিদ্বন্দীতা করছেন।
নির্বাচন সুষ্ঠ করতে নির্বাহী ম্যাজিস্টেটের মোবাইল টিম, পুলিশ, বিজিবি, র্যাবসহ বিপুল পরিমান আইন শৃংখলা বাহিনী মোতায়েম করা হয়েছে। ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরো পড়তে ক্লিক করুন >> নেত্রকোণায় ভ্রাম্যমান আদালতের উপর হামলাঃ পুলিশসহ আহত -৬