আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় ভারতীয় কসমেটিক সহ আটক-৩

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার কলমাকান্দায় শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় মালামাল পাচারকালে তিন জন চোরাকারবারী আটক হয়েছে।

 

বুধবার (২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার নাজিরপুর তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই চোরাকারবারীদের আটক করে কলমাকান্দা থানা পুলিশ।

 

আটকৃতরা হলেন- নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সাগড়া গ্রামের ওয়ারেজ আলীর ছেলে আজহারুল ইসলাম (২৬), নেত্রকোণা সদরের আতিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০) ও নেত্রকোণার সাতপাই এলাকার জীবন সরকারের ছেলে প্রিন্স সরকার (২৬)।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশের একটি দল নাজিরপুর তিন রাস্তা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ওই তিন চোরাকারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার প্রসাধনী সামগ্রীসহ একটি পিকআপ জব্দ করা হয়। পরে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক সুলতান আহমেদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

 

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap