রফিকুল ইসলাম - কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রতিটি জায়গায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কাউন্সিলর মোঃ সাবা উদ্দিন সওদাগর। তিনি পুনরায় ৯ নং ওয়ার্ভবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।
এলাকাবাসী বলেন, কাউন্সিলর সাবা উদ্দিন সওদাগর নম্র-ভদ্র, সততা এবং স্বচ্ছতার সাথে ২০-২২ বছর আমাদের পাশে থেকেছে। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র দিনমজুর রিকশাচালক, দিন-মজুর ও গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দিনরাত নিরলস পরিশ্রম করে বিভিন্ন মহলে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন। তার ব্যাপক উন্নয়নমূলক কাজ সহ অসহায়দের সাহায্য সহযোগিতায় স্বচ্ছতা থাকায় তাকে আবারও কুষ্টিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই।
৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাবা উদ্দিন সওদাগর বলেন, আমি প্রায় ২০-২২ বছর কাউন্সিল এর দায়িত্ব পালন করছি। আমার এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে সবাইকে পাশে থাকার আহবান জানিয়েছেন।
এছাড়াও বিগত আমল থেকে এ পর্যন্ত ৯ নং ওয়ার্ডের অসহায় দরিদ্র গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করব।
আমি জনগণের সেবায় নিয়োজিত থেকেছি বিধায় জনগণ বার-বার আমাকে ৯নং ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে।
আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে আমি জনগণের সর্বদা পাশে থেকে কাজ করে চলেছি এবং আগামীতে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আমি জনগণের কল্যাণে আমার ৯ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি এবং এই ধারা অব্যাহত রেখে জনগণের পাশে থাকতে আগ্রহী।
আমি গত ২০-২২ বছর কাউন্সিলর হিসেবে সফলভাবে মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি এবং আগামীতেও করতে ৯ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই।