আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে ১১দফা দাবীতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপিওভুক্তিকরণসহ ১১দফা দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুইঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।

এতে জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

 

এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান দিনার, খায়রুল ইসলাম, রাজিয়া সুলতানা, এরশাদুল হক, মো. আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম পলাশ, এসএম ছানালাল বকসী প্রমুখ।

 

বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধী বান্ধব মানুষ তাদের সামর্থ অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সরকারকে সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap