আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে অবৈধ স‘মিল উচ্ছেদ অভিযান

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ স‘মিলে (করাত কল) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর সহকারী (ভুমি) আদনান চৌধুরী।

অভিযান তথ্যে জানা গেছে, উপজেলার বড়ইবাড়ি এলাকায় দর্ীঘদিন ধরে অবৈধভাবে স‘মিল বসিয়ে বনের কাঠ রাতের আধারে কেটে ওই স‘মিল গুলোতে চেড়াই করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ও বনবিভাগের সহযোগিতায়, সুলতান সিকদার স‘মিল, আরিফ সিকদার স‘মিল, বেনজির সিকদার স‘মিল, মো.খালেক সিকদার স‘মিল, বজলু স‘মিলসহ ৬টি স‘মিলের বিভিন্ন যত্রাংশসহ চেড়াই কাঠ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওয়ালাদার, চন্দ্রা বনবিট কর্মকর্তা মনজুরুল ইসলাম, বোয়ালী বনবিট কর্মকর্তা মো. ইলিয়াস সহ কালিয়াকৈর থানা পুলিশ।

 

কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বনবিট কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, অবৈধ স‘মিলের উপর অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার নিবার্হী ম্যাজিস্ট্রেট্র কালিয়াকৈর সহকারী(ভূমি)আদনান চৌধুরী জানান, স‘মিলগুলোর কোন বৈধ কাগজপত্র না থাকার কারণে অবৈধ স‘মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন স‘মিলের যত্রাংশ ও চেরাই কাঠ জব্দ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap