কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে উন্নয়নবঞ্চিত কুড়িগ্রামবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন,সমাজকর্মী ও সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার, প্রভাষক আব্দুল কাদের এবং সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।
বক্তারা কুড়িগ্রাম জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংগঠনটি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আরো জানান, শুধুমাত্র উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে প্রায় ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়। যা উপকারভোগীদের দেঁাড়গোড়ায় পেঁাছায়নি।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।