আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয় 
ইসলামী বিশ্ববিদ্যালয় 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিবে না ইসলামী বিশ্ববিদ্যালয় 

রাকিব হোসেন, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে না। সোমবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম, উপা-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চ্ন্দ্র বর্ম্মণ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান সহ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি, ডিন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। পূর্ববর্তী বছরের মতো একইভাবে এ বছরও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap