গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বৃহস্পতিবার সকালে গজারী বনের ভেতর থেকে মোহন আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক সিরাজগঞ্জ জেলার শাজাহানপুর থানার আংদারা এলাকার চাঁদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় ফলের ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী গজারী বনের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার এসআই লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকটিকে বিষাক্ত কিছু খাওয়ানোর পর মারা গেছে। তবে ময়নাতদন্তের পর সঠকি তথ্য জানা যাবে।