বিশেষ প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ২৭ তারিখ ভোরবেলা আশুলিয়া থানা কমিটির সভাপতি শহীদুল্লাহ সেক্রেটারি খোরশেদ আলম রিপন এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা(মৃত) আবু তাহের সিকদার (বীর প্রতীক ) এর সন্তান, আরিফুর রহমান সিকদার,( যুদ্ধাহত ) বীর মুক্তিযোদ্ধা (মৃত) আব্দুল মালেকের সন্তান, আবির হোসেন, ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অমিক আহমেদ, জামিল হোসেন, সহ আশুলিয়া থানাধীন মুক্তিযোদ্ধার সন্তানরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এবারের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা দিবসটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়।
২৭ অক্টোবর( মঙ্গলবার) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বেলা এগারোটা থেকে উদ্বোধন হয়ে বিকাল ৩ টা পর্যন্ত নানা কর্মসূচির মাধ্য দিয়ে পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া "বীর বিক্রম' ( সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ) ।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি রেলি ও শোভাযাত্রা বের করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে, সারা দেশের বিভিন্ন জেলা ও থানা কমিটি সহ আশুলিয়া থানা কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করে ।
শোভাযাত্রাটি সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌঁছায়। এরপর প্রথমে কেন্দ্রীয় কমিটি পরে প্রতিটি জেলা ও থানা কমিটি, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানানো শেষ হলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে অতিথিগণ বলেন, দেশ ও জাতির এই ক্লান্তি লগ্নে একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায়, মুক্তিযোদ্ধাদের সন্তানদের দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে।
দেশরক্ষার যে চেতনাকে বুকে ধারণ করে মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখে দেশের প্রতি অবদান রেখেছিলেন। সেই চেতনাকে ধারণ করে দেশের সকল প্রকার অন্যায় ও দুষ্কৃতিকারীদের রুখে দিতে, বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদেরকেই এগিয়ে আসতে হবে।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, জনাব মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য,( যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, এমপি ও এডভোকেট সাইফুজ্জামান শিখর, এমপি।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মেহেদী হাসান।
সঞ্চালনায় ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মোঃ সেলিম রেজা।