আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চিলাহাটি থেকে ট্রায়াল’ ট্রেন গেল ভারতের হলদিবাড়ী

পঞ্চগড় থেকে-

রেলপথ মন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপির অবদান বাংলাদেশের চিলাহাটি ভারতের হলদিবাড়ি ট্রেন চলাচল স্থাপন।

রেলপথমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ৬৫ বছর পর চিলাহাটি হলদিবাড়ির রুটে আবার ট্রেন সার্ভিস চলাচল শুরু হতে যাচ্ছে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই পথে ট্রেন চলাচল এর উদ্বোধন করবেন।

আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশের ট্রায়াল ট্রেন চিলাহাটি রেল স্টেশন থেকে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের হলদিবাড়ি পর্যন্ত গেল ।

আজ সকালে রেলপথ মন্ত্রী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি সাংবাদিকদের কাছে মুঠোফোনে ট্রায়াল ট্রেনের সার্বিক খবর নেন।

ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিলাহাটি রেল স্টেশনে ফিতা কেটে ট্রায়াল’ ট্রেনের উদ্বোধন করবেন। ট্রেনটি বাংলাদেশের জিরো পয়েন্ট অতিক্রম করার সময় বাংলাদেশ ও ভারতের দুই দেশের রেল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা বিজিবি বিএসএফ এর কর্মকর্তা জিআরপি পুলিশ ঠিকাদারী প্রতিষ্ঠান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্রায়াল ট্রেন দেখতে চিলাহাটির জিরো পয়েন্ট মুক্তির হাট এলাকায় হাজার হাজার উৎসুক জনতা জ্বড়ো হয়েছে। বসেছে অস্থায়ী দোকান। এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

জিরো পয়েন্ট এলাকাটি মেলায় পরিণত হয়েছে। দূরদূরান্ত থেকে অনেক মানুষ এসেছে, এসেছে গায়ের বধু রাও।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap