ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিায়াকৈরে শুক্রবার সকালে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তি হলেন, মাগুরা জেলার মাগুরা উপজেলার ধর্মদহ এলাকার কাশেম মন্ডলের ছেলে সিয়াম মন্ডল(৩৬)। সে উপজেলার কালামপুর এলাকার আলীর বাসার ভাড়াটিয়া।
আহত সিয়াম মন্ডল জানান, গজারী বন থেকে কয়েকজন ছিনতাইকারী এসে আমাকে কুপিয়ে আহত করে আমার অটোরিকশা নিয়ে চলে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।