আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় থেকে-

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ২৮টি দূর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। মহামারী কোভিড-১৯ সংক্রমন কালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পুজা উদযাপন ও কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির দিকনির্দেশনা মোতাবেক দূর্গাপুুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ ইজার উদ্দীন, পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু সহ বিভিন্ন দূর্গা মন্ডপের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, মহামারী কোভিড -১৯ সংক্রমনের কারণে পুলিশ বা আনসার বাহিনী দূর্গামন্ডপগুলোতে অবস্থান করবেন না। তাই নিজ নিজ দূর্গামন্ডপ নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। স্বেচ্ছা সেবক দলের তালিকা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিতে হবে। এই দল দশমীর দিন দূর্গা বিসর্জন দেয়া পর্যন্ত স্বেচ্ছা সেবকের ভুমিকা পালন করবে। দূর্গা মন্ডপ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং সহ যে কোন অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। অপরদিকে পুলিশ ও আনসার বাহিনীর মোবাইল টিম প্রতিটি দূর্গামন্ডপ এলাকায় টহল দিবেন। সরকারি সিদ্ধান্ত মতে দূর্গামন্ডপ এলাকায় এবার কোন মেলা বসানো যাবে না। মাইক বা উচ্চ শব্দযুক্ত সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তবে ঢাক ঢোল বাজিয়ে পুজা অর্চনা করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা বিসর্জন দিতে হবে। তিনি উপজেলার উপস্থিত পুজা উদযাপন কমিটিকে কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুসরণ করার পরামর্শ দেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap