আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়াইগ্রামের রাজাপুর স্নাতক কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ‍্যাপক আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষে কলেজ চত্বরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডা. আফজালুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান,কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক,কলেজের শিক্ষক ও ছাএছাএী প্রমূখ ।

প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap