-মুহাম্মদ শামসুল হক বাবু-
বাদল দিনেও শীতল দহনে পুড়ে একাকার,
বুকের ভিতর হঠাৎ বরফ জমে আছে -
রঙিন ব্যস্ত নগরীতে ফুল ফুটেছে গাছে।
তফাত নেই কোনও তোমার আমার মাঝে,
রসালো প্রেম রসালো গল্প রেখেছি তোমার জন্য
ফলে ফুলে ভরে যাবে তুমি আমি হইবো ধন্য।
হবার যা হয়ে গেছে বাকি শুধুই অপেক্ষা -
তেভাগা আন্দোলন কে করেছে উপেক্ষা?
রুদ্ধ করতে পারবে না কেউ আমাদের চাওয়া,
মাত্রাতিরিক্ত ভালোবাসার জীবন্ত আসক্তি
কেবলি করে গেলাম তোমায় আমি ভক্তি!
জনম তোমার আমার জন্যে- আমার জন্ম তুমি,
নজরকাঁড়া বদন দেখে হয়েছি দিশেহারা -
মন না দিলে তুমি আমায় হইবো পথহারা।
দিদার আমি চাই যে তোমার এ জীবন থাকতে -
নেমেছে স্বর্গ হতে আমার সনে প্রেমের রং মাখতে।
ভালোর চেয়েও বেশি ভালো তোমার চরিত্র
লোপাট হয়ে হৃদয়ের কপাট- খুলে দে দ্বার,
বারমাসি ভালোবাসায় মোরা থাকব ডুবন্ত
সারাক্ষণ তোমায় নিয়ে কাব্য হবে জীবন্ত।
বিদ্রঃ অসমাপ্ত প্রেমের কবিতা। "দুই যোগ আঠারো" অপ্রকাশিত কাব্যগ্রন্থের অংশ বিশেষ।