ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার দক্ষিণ হিজতলী এলাকার মিনহাজ উদ্দিনের স্ত্রী রিনা বেগম(৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার হিজলতলী এলাকায় মিনহাজ উদ্দিনের বাড়িতে বসত ঘরে ফ্রিজের উত্তর পাশে ষ্টীল ও লোহার তৈরি সোকেসে খাবার রাখার সময় ফ্রিজের সংযোগকৃত বিদ্যুতের লাইন ছিদ্র থাকায় সেখানে রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।
রিনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পায়। পরে তার চিৎকারে আসেপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানা পুলিশের এসআই সহিদুল ইসলাম পিপিএম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কেট থেকে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।