আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে বালু দিয়ে ব্রিজ ভরাট করার অভিযোগ

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খোলাপাড়া পশ্চিম পাশে কাটাখালি ব্রিজ প্রভাবশালীরা বালু দিয়ে ভরাট করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের বাড়ইপাড়া-মহরাবহ সড়কে খোলাপাড়া পশ্চিম কাটাখালি ব্রিজের আসে পাশে বালু দিয়ে ভরাট করেন স্থানীয় প্রভাবশালী সামানউদ্দিন ও জামাল হোসেন। ব্রিজ টি বালু দ্বারা ভরাট করায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, বন্যা ও বৃষ্টির পানিতে জনসাধারণের চলাচল ও বসবাসের অসুবিধা সহ সরকারি রাস্তার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই ব্যক্তিকে বারবার বাড়ানোর তাগিদ দিলেও কোনো কর্ণপাত করেননি। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রভাবশালী জামাল উদ্দিন জানান, ব্রিজের পাশে থেকে বালু সরিয়ে পাইপ লাগিয়ে দেওয়া হবে যাতে পানি নিষ্কাশন করতে পারে।

আটাবহ ইউনিয়ন এর চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা জানান, আমি বারবার সামানউদ্দিন ও জামাল হোসেনকে বালু সরনোর তাগিদ দিলেও তারা কোনো কর্ণপাত করেননি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap