প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ
নির্বাচন আসার আগেই প্রার্থীকে হুমকি দেওয়ার কারণে সংবাদ সম্মেলন
কেশবপুর থেকে-
যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবু ৪ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এ সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিম (৯) ৩ অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাড়ির কাছে পৌছালে, মুখে কাপড় বাঁধা ২/৩ ব্যক্তি তার ছেলেকে পথরোধ করে। তিনি আগামি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী যেন না হয় সে জন্যে তার ছেলেকে ছুরি দেখিয়ে বিভিন্ন ভাবে ভয়ভিতি সহ হুমকি প্রদান করেছে বলে তিনি জানান। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
www.banglapaper24.com