আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়াইগ্রাম জাতীয় কন‍্যা ও শিশু দিবস পালন

নাটোর থেকে-

নাটোরের বড়াইগ্রাম বুধবার সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন।জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম গুরুদাসপুর উপজেলার বারবার নিবাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস । সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর সভার মেয়র কে এম জাকির হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান সাধারণ সম্পাদক বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি , অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার। আব্দুল কুদ্দুস এমপি বলেন, বাল্যবিয়ে দিয়ে নিজের কন্যা সন্তানকে মৃত‍্য দিকে ঠেলে দিবেন না শিক্ষিত হয়ে জাতীর কল্যাণে তারা কাজ করবে।

বাল্যবিয়ের ফলে একটি মেয়ে অল্প দিনেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, সংসারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছে। তাই প্রতিটি কন্যার পরিবারকে তিনি তাদের সন্তানদের বাল্যবিয়ে না দিয়ে বরং বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap