প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ১:২৮ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রাম যৌন উত্তেজক নকল কারখানায় অভিযান, কারখানা মালিক আটক
নাটোর থেকে-
নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকস কারখানার অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে উপজেলার জুয়াড়ি গ্রামে কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় দুইশো বোতল ড্রিংকস ও ড্রিংকস তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, লেবেল উদ্ধার সহ কারখানার মালিককে আটক করে পুলিশ। আটককৃত কারখানার মালিক আশরাফুল ইসলাম(৪০) জুয়াড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাসের নেতৃত্বে, আশরাফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় বিভিন্ন ব্র্যান্ডের নামে মোড়কজাত করা ড্রিংকস উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকসের মধ্যে রয়েছে জিনসিন প্লাস,শক্তি প্লাস, হর্স পাওয়ার সহ ইত্যাদি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে বাড়ীতে যৌন উত্তেজক ড্রিংকস উৎপাদন করে বাজারজাত করে আসছিলো
www.banglapaper24.com