প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ
এলাকাবাসীয় নিজেরাই উদ্যোগ নিয়েছে আর অবৈধ্য সংযোগ ব্যবহার করবে না
সাভার প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান অবৈধ্য গ্যাস সংযোগ নিয়ে কথা বলার পর হতে আশুলিয়ার বিভিন্ন অঞ্চলের বসবাসরত বাড়িওয়ালারাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের স্বেচ্ছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকর কার্যক্রম শুরু করেছে।
রবিবার দুপুর থেকে তারা এই কার্যক্রম শুরু করে। এ সময় তারা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন।
এ সময় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সর্বপ্রথম ঢাকার এক ঠিকাদার এই গ্যাস সংযোগ দেয়। এরপরে বেশ কয়েকবার কাটা হলেও আবারও সংযোগ দেওয়া হয়।এখন এলাকাবাসীয় নিজেরাই উদ্যোগ নিয়েছে তারা আর অবৈধ্য সংযোগ ব্যবহার করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ডাকে সারা দিয়ে নিজ উদ্যোগে সেচ্ছায় আমরা অবৈধ্য গ্যাস সংযোগ বিছিন্ন করছি। আমরা আর কোনোদিন কোনো অবস্থাতেও অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করবো না। অন্যকাউকে করতেও দিবো না।
এ সময় জাহানারা বেগম নামের এক নারী বলেন, আমরা আর অবৈধ গ্যাস ব্যবহার করবো না, মাঝে গ্যাস থাকে না, অনেক সময় দূর্ঘটনা ঘটছে। সরকার আমাদের বৈধ করে দিলে আমরা সরকারকে টাকা দিবো। আমারা বৈধ লাইন চাই আর অবৈধ সংযোগ ব্যবহার করবো না।
প্রসঙ্গ যে, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। ইতোমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন চলছে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
www.banglapaper24.com