আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তায় ধানের চারা লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

 

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে প্রতি বছরের মতো এ বছরও বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারই প্রতিবাদে রবিবার দুপুরে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে দেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে রায়েরচালা থেকে গলাচিপার স্কুলের রাস্তার বেশ কিছু জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হয়নি। প্রতি বছর বর্ষা মৌসুমে সড়কে কাদার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচল বিঘ্নিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে রবিবার দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন গ্রামবাসী। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ চলাচল করেন। প্রতি বছরের মতো এ বছরও বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ।
এ বিষয়ে মধ্যপাড়া ইউনিয়নের ০৪ ওয়াডের্র মেম্বার সিরাজুল ইসলাম জানান, এই রাস্তা দিয়ে মানুষ ও গাড়ী কিছুই চলাচল করতে পারে না। তাই এলাকার লোকজন রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ করেছে।
উপজেলা প্রকৌশলী সরকার সাজ্জাদ কবির জানান, রাস্তাটি অতি তারাতারি মেরামত করে জনগনের চলাচলে উপযোগী করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap