প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ২:১৫ অপরাহ্ণ
ধর্ষণ ও খুনের শাস্তির দাবিতে আশুলিয়ায় ছাত্র সংগঠনের মানববন্ধন
সাভার প্রতিনিধিঃ
সিলেটে এমসি কলেজের হোস্টেলে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক গৃহবধূ ধর্ষণ, সাভারে দশম শ্রেনীর ছাত্রীর খুন ও খাগরাছড়িতে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা৷
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা নেক্কারজনক ওই ঘটনায় জড়িতদের অনতিলম্বে গ্রেফতার করে তার ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি আসাদুল ইসলাম মুকুল জানান, আজ আমাদের মা, বোনদের নিরাপত্তা নেই। অতীতের বিভিন্ন সময়ে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে অভিযুক্তদের লঘু শাস্তির ফলে বর্তমানে দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই আমরা৷
এসময় জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি জোবায়ের আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম অভি ও সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
www.banglapaper24.com