ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় শনিবার দুপুরে রাস্তার দুইপাশে ফুটপাতের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, পৌরসভা কাউন্সিলর ফারুস হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।