কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বনফুল ফাউন্ডেশনের বাস্তবায়নে ও এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট-এর অর্থায়নে কোভিড-১৯ পরিস্থিতিতে শারিরীক প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রম গৌরীঘোনা বাজারে সংস্থার প্রধান কার্যালয় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বনফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরী ত্রাণ সহায়তা হিসাবে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী ও হত দরিদ্র ৪০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ১ লিটার করে তেল, ২ কেজি করে আলু, ১ কেজি করে লবণ, ২টি করে সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি এস এম শফিকুল ইসলাম, মিতালী সমাজসেবা সংস্থার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য সোলায়মান ফকির, বরিশাল ইউনিভারসিটির ছাত্র আক্তার হোসেন, বনফুল ফাউন্ডেশনের সহ-সভাপতি চন্দ্রশেখর মজুমদার, নির্বাহী সদস্য অমল কুমার দাস ও মোসলেস উদ্দিন