কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত বুড়িতিস্তা নদীর রাজারহাট অংশে চাকিরপশার নদী নামে পরিচিত জীবন্তসত্ত্বায় অবৈধ দখলদার উচ্ছেদ, নদীরউপর সেতুবিহিন সড়কে সেতু স্থাপন ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন কওে চাকির পশার নদী সুরক্ষা কমিটি, রিভার াইন পিপল ও গণকমিটি।
এসময় বক্তব্য রাখেন চাকির পশার নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক, রিভার ইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, তারেক আহমেদ, খন্দকার আরিফ প্রমুখ।
আয়োজকরা জানান, ২২ জন অবৈধ দখলদারদের উচ্ছেদেও জন্য জাতীয় নদী রক্ষা কমিশন থেকে নির্দেশ করা হলেও তা মানা হয়নি। ১৬২ জন জেলেকে বাদ দিয়ে সরকারিভাবে পোনা অবমুক্ত করা হয়েছে। যার মাধ্যমে দখলদার কে উৎসাহিত করা হয়েছে। উলিপুর অংশে নদী দখল মুক্ত করা হলেও রাজারহাট অংশে দখল মুক্ত করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন বারবার অনুরোধ জানালেও সেটি কার্যকর নাহওয়ায় নদীসুরক্ষা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।