কেশবপুর থেকে-
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান, অরুণ বসু, সহকারী উপ-পরিদর্শক ফিরোজ হোসেন,তরিকুল, কাজী রহমান পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মূলগ্রাম গ্রামের মৃত হাতেম মোড়লের ছেলে আজাহার মোড়ল (৪৮), আজাহার মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) রিয়ান মোড়ল (২১), কোমরপোল গ্রামের মৃত সুশীল দাসের ছেলে ভুন্ডুল দাস (৪৪), ভুন্ডুল দাসের ছেলে রানা দাস (২০), পঞ্চানন দাসের ছেলে স্বপন দাস (৩৫) ও মনু দাস (৩০), মির্জানগর গ্রামের শেখ মুজিবরের ছেলে শেখ মিজানুর (৩৫), শেখ আ: সাত্তারের ছেলে শেখ বাদলকে (৩০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে থানায় বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।