আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় মাদক স্পট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় মাদকের বিস্তার বন্ধ করতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের কয়েক’শ বাসিন্দা।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী অভিযোগ করেন, আশুলিয়ার নিরিবিলি এলাকায় দীর্ঘ দিন ধরেই প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে বেশ কিছু মাদক ব্যবসায়ী। গাঁজা, ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য সহজেই মেলে এখানে।
প্রতিদিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে দেধার্সে চলে মাদক বিকিকিনি। মাদকের নেশায় ইতোমধ্যে এলাকার কিশোর, যুবক, গার্মেন্ট শ্রমিক ও রাজনৈতিক নেতারা আসক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও প্রশাসন নিরিবিলি এলাকার চিহ্নিত এই মাদক স্পট বন্ধে কোন পদেক্ষপ নিচ্ছে না।
তারা আরো বলেন, এতে করে ছিনতাই ও চুরিসহ নানা অপকর্ম বৃদ্ধি পাওয়া এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই অবিলম্বে নিরিবিলি এলাকার মাদক ব্যবসায়ী জুলেখাসহ অন্যান্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap