মুহাম্মদ শামসুল হক বাবু
আকাশী তুমি কি জানো? বহুদিন পর রাজপ্রাসাদ জীবন পেয়েছে আলতো হাতের ছোঁয়া পেয়ে ওরা ধন্য তোমার চলার পথে ছিল ফুলের গালিচা সে পদচারণে ছিল এক ভীনদেশীর ধরণ! আকাশী তুমি কি জানো? মেঝেতে ছিল সারি সারি ফুলের টপ নিস্তব্ধ পরিবেশে ও স্তব্ধ কোমল আবেশে তোমার সনে প্রকৃতি মিলেমিশে একাকার কর্ণলতিকার দুল যেন কত বাহারি ফুল! আকাশী তুমি কি জানো? তুমি যখন ঘরে যাবে ঠিক তখনই বৃষ্টি হবে তোমার আগমনে ওরা সজিবতা ফিরে পায় সূর্য কিরণের প্রখর দ্রুতি ভেঙেছে শ্রুতি সে আজ ঝলসানো রোদ্দুর দিতে নাহি চায়! আকাশী তুমি কি জানো? রংধনুর সাত রঙ তোমাকে জড়িয়ে আছে আজ পাখিরাও অদ্ভুত সুন্দর গান ধরেছে তোমার সৌন্দর্যে আলোকিত হয়েছে জগৎ যদি দেখে কোনও কবি কবিতা লিখবে নগদ