আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে যুবলীগ নেতা হত্যাচেষ্টা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর বেষ্টিত কোদালকাটি ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে।

সন্ত্রাসী শাহিন ও শাহাদত বাহিনী গত ৩১ আগস্ট ইউনিয়ন যুবলীগ নেতা হাসানুর রহমানের উপর হত্যাচেষ্টা চালায়।

গুরুতর আহত হাসানুর রহমানকে প্রথমে ঢাকায় উন্নত চিকিৎসার পর বাড়িতে আনা হলে আবার অসুস্থ হয়ে পরায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতারে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক।

মাদক, ইয়াবা ও সাধারণ মানুষকে আটকিয়ে মুক্তিপণ আদায় করা শাহিন ও শাহাদত বাহিনীর বিরুদ্ধে মাদকসহ রয়েছে ৪/৫টি সন্ত্রাসী হামলার মামলা। প্রতিবাদ
করলেই তাদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ। ব্রহ্মপূত্র নদ বেষ্ঠিত এই দ্বীপচরটিতে জামায়াত ও বিএনপি সমর্থিত লোকজনের ইন্ধনে সরকারদলীয়
নেতাকর্মীর উপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও অদৃশ্য কারণে পার পেয়ে যাচ্ছে তারা।

এ ঘটনায় (১৩-০৯-২০২০)রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে কোদালকাটি ইউনিয়ন এলাকাবাসী। এসময় লিখিত বক্তব্য পাঠ করে
শোনান কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল সরকার। এসময় তার সাথে ছিলেন হাসানুর রহমানের বাবা জহুরুদ্দি, চাচা জামাল উদ্দিন, ইউপি মেম্বার ইব্রাহিম খলিলসহ এলাকার প্রায় অর্ধশতাধিক লোকজন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শাহিন ও শাহাদত বাহিনীর লোকজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap