প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ৯:২১ অপরাহ্ণ
কেশবপুরের পাঁজিয়ায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-৩ এর উদ্বোধন
কেশবপুর থেকে-
যশোরের কেশবপুরের পাঁজিয়ায় শনিবার ১২/০৯/২০২০ইং বিকেলে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-৩ এর ১০/১৪ এমভিএ চালু করা হয়েছে। এ প্রকল্পটি এস কিউ গ্রুপের টিএস ট্রান্সফরমারস লিমিটেড নির্মাণ করেন। ব্যয় হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকা। এ উপকেন্দ্র থেকে ৬টি ফিডার বের করা হবে। যা থেকে কমপক্ষে ১০ হাজার গ্রাহক উপকৃত হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুরের পরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকেন্দ্র উদ্বোধন করেন প্রজেক্ট পরিচালক বিশ্বজিৎ শিকদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, নির্বাহি প্রকৌশলী সিরাজুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) মুকছুদুল মোমীন, এজিএম শফিক উদ্দিন, কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল লতিফ ও এস কিউ গ্রুপের মার্কেটিং ম্যানেজার ইমরান হোসাইন এছাড়া এরাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতছিলেন।
www.banglapaper24.com