আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্যার নতুন ভবনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। শনিবার বিকেলে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল ক্দ্দুুস প্রধান অতিথি হিসেবে ৫০ শয্যা বিশিষ্ট চার তলার নতুন ভবন উদ্বোধন করেন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নির্মাণ) সাইদুর রহমান, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ, অতিরিক্ত প্রধান স্বাস্থ্য প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমূখ।

চার তলা এই নতুন ভবনের ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি ৭০ লক্ষ টাকা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap