প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে সুপ্রীম কোর্টের নবনিযুক্ত বিচারপতির শ্রদ্ধা
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
স্বাধীনতা যুদ্ধে আত্মত্যগী বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নব নিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার (৫) সেপ্টেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতি সৌধে স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে ভার্চুয়াল আদালতে বিচারকাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া বর্তমানে নিম্ন আদালতে সরাসরি বিচার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে ভার্চুয়াল ও সরাসরি বিচার কাজ চলছে। আশা করি দ্রুতই প্রধান বিচারপতি সরাসরি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করেন।
এসময় বিচারপতি তারিক উল হাকিম উপস্থিত ছিলেন। এর আগে নবনিযুক্ত বিচারপতিরা ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার নিবেদন করেন।
এসময় সাভার গণপূর্ত উপ বিভাগের প্রকৌশলী জগলুল আরিফ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমরা নীপা, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
www.banglapaper24.com