প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২০, ৬:৩৭ অপরাহ্ণ
যশোরে ট্রাফিক সার্জেন্টকে মারপিটের ঘটনায় মামলা
যশোর থেকে-
যশোর সদর ট্রাফিক পুলিশের এটিএসআই মনিরুজ্জামানকে মারপিটের ঘটনায় কোতয়ালি মডেল থানায় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঠালতলা গোলাম পট্টির আব্দুল রায়ের ছেলে টিটু ও সদর উপজেলার পাগলাদাহ পূর্বপাড়া টিএসআই রফিকের ফার্মের পাশের বাবুর ছেলে ওসমানসহ অজ্ঞাত ২/৩জন।
মঙ্গলবার রাত ৯ টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
যশোর সদর ট্রাফিকে কর্মরত এটিএসআই মনিরুজ্জামান বুধবার গভীররাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামিসহ অজ্ঞত সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় তিনি বলেছেন, মঙ্গলবার বিকেলে তিনি যশোর জেনারেল হাসপাতালের মোড়ে দায়িত্ব পালন করছিলেন। বিকেল সাড়ে ৫ টার দিকে ওই আসামিরা একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে হাসপাতালের দিক হতে দড়াটানার দিকে যাবার চেষ্টা করে। এতে কর্তব্যরত এটিএসআই মনিরুজ্জামান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে হুমকি দিয়ে চলে যায়। পরে রাত ৯টার দিকে মোড়ে কর্তব্যরত এটিএসআই মনিরুজ্জামানকে একা পেয়ে অর্তকিত হামলা চালায়।
এসময় দড়াটানা ব্রিজের উপর কর্মরত কনস্টেবল মানিক ও এনামুল চিৎকার শুনে দৌড়ে এসে আসামীদের আটক করে। পরে মনিরুজ্জামানকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার দেয়া হয়।বর্মানে সুস্হ আছেন।
www.banglapaper24.com