- মুহাম্মদ শামসুল হক বাবু
প্রিয় শ্রীমতি রুমাদেবীর একটি পায়েল,
তোমার অনুষঙ্গ ছিল একজোড়া নূপুর-
নূপুরের ছন্দে যখন বৃষ্টি ঝরে টাপুরটুপুর!
রমণীর পছন্দ ও ভালো লাগার অলঙ্কার,
আলতা রঙে পা রাঙ্গাতে ভালোবাসে নারী-
নুপুর হারিয়ে গেলে পায়েল করে ছাড়ি!
শিহরিত মৃদু শব্দকেও ভালোবাসি আমি,
যে ব্যঞ্জনা প্রিয়জনের দৃষ্টি আকর্ষণ করে-
অজান্তেই আক্রান্ত হয় ভালোবাসার জ্বরে!
সৌভাগ্যবান পায়েল ও নুপুরের পদ চুম্বন,
তোর রূপ-সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে-
একাকিত্বের রং মহলে আমি গেছি হারিয়ে!
অনন্যার চকচকে পাথরের নিখুঁত কারুকাজ,
কড়ি ও ঝিনুক আরও আছে শামুকের গহনা-
একটু রহ না- এনে দেব- সেই কথা কহ না!
পাহাড়ি নারীদের পায়ের গয়না ছিল খাড়ু,
পড়েছিলে হাতের গহনা যেমন তোর চুড়ি-
স্নিগ্ধপ্রভাত- ভেজাঘাস ও ভালোবাসার নুড়ি!
বিদ্রঃ অসমাপ্ত প্রেমের কবিতার অংশ বিশেষ।