আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের পাখিউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম থেকে-

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের
পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর
গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার
অফিসার ইন চার্জ (ওসি) মামুন অর রশীদ।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়
ছবিল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো
হয়েছে। নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে
বলে জানা গেছে।

এব্যাপারে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক
লে.কর্নেল জামাল হোসেন জানান, সীমান্তে একজনের মরদেহ
উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফ্#৩৯;র গুলিতে ওই ব্যাক্তি মারা
গেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফ্#৩৯;র
সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া
সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে ওই সীমান্তে
দায়িত্বরত বিএসএফ সদস্য ছবিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময়
পেটে গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap