প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ
কেশবপুরে নদীর পারে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু
কেশবপুর, ( যশোর ) থেকে-
যশোরের কেশবপুরের সন্ন্যাসগাছা ভদ্রা নদীর কুলে খেলতে গিয়ে আজ ২/৯ /২০২০ তারিখ বিকেলে নদীর পানিতে ডুবে সুরাইয়া (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়।
সে সন্ন্যাসগাছা গ্রামের মস্তিস্কো প্রতিবন্ধী শহীদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার বিকালে উপজেলা সন্ন্যাসগাছা ব্রিজের মাথা বাজারের পাশে ভদ্রা নদীর কুলে প্রতিদিনের ন্যায় খেলা করছিল সুরাইয়া। খেলার মধ্যে কোন এক সময় সে নদীতে পড়ে যায়। কিছু সময় পর তার মৃতদেহ ভেসে উঠলে খেলার সাথিদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং শিশুর লাশ উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেরচী ক্যাম্পের পুলিশ ব্রিজ মাথা এলাকায় ঘটনাস্থলে অবস্থান করছে।
www.banglapaper24.com