প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
কেশবপুরে বি.এন.পির প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাদ-আজাদ দু-গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী পালিত
কেশবপুর থেকে -
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে কেশবপুরে সামাদ বিশ্বাস ও আজাদ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান দুই কার্য্যালয়ে সকাল ৬:৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, দোওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০ টায় বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস গ্রুপের নেতা-কর্মীরা কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুবক্কর আবু ও যুবদলের সাবেক সভাপতি আব্দুল গফ্ফারের কবর জিয়ারত ও কবরস্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।
বৃক্ষ রোপন ও কবর জিয়ারত শেষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর শহরের বায়সা মোড়ে বিএনপির প্রধান কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দীন আলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বর্তমান পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা মজিবার রহমান চাঁন, বিএনপি নেতা মোকারম হোসেন, বিল্লাল হোসেন, বিএনপি নেতা বাবলু, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক আবু নাইম, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান লাভলু, থানা যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা, যুবনেতা আলমগীর হোসেন আলম, সাজ্জাদুল কবির মিল্টন, ডালিম, মঞ্জুরুল আলম মঞ্জুর, কবির হোসেন রিপন, ইয়াসিন, ছাত্রদলের নেতা মাসুম বিল্লাহ, ইকরাম হোসেন, সাকিলুর রহমান সোহান, রাসেল, মেহেদী হাসান সুমন ও সুজন প্রমুখ।
অপর দিকে শহরের থানার মোড়ে অবস্থিত বিএনপির অপর দলীয় কার্য্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ গ্রুপের নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করেন।
www.banglapaper24.com