প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২০, ২:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখে
আন্তর্জাতিক-
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়েছে,যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে।দেশটিতে করোনায় মোট মারা গেছে,এক লাখ ৮৭ হাজার ২২৪ জন।
করোনা শনাক্ত এবং মৃত্যুর দিক থেকে দীর্ঘদিন থেকে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখের বেশি মানুষ।
তবে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আশংকায় আছেন ১৬ হাজার মানুষ।এ পর্যন্ত দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ৮ কোটিরও বেশি মানুষের।
করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে ব্রাজিল।দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৮ লাখে।আর মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার জনেরও বেশি মানুষের।
www.banglapaper24.com