প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ
উজিরপুরে শ্রমিক লীগের কর্মী ইজিবাইক চালক মামুন রাড়ীর হত্যার বিচারের দাবিতে মনবন্ধন
উজিরপুর থেকে-
সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন বামরাইল ইউনিয়নের ইজি বাইক চালক মোঃ মামুন রাঢ়ীর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৩০ আগস্ট'২০ রবিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে বামরাইল বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জনাব ইউসুফ,তিনি বলেন একজন সাধারণ ইজিবাইক চালক কে নির্মমভাবে হত্যা করা হবে তা মেনে নেয়া যায় না,তাই প্রশাসন কে হত্যাকারিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন।
বাংলাদেশ আওয়ামীলীগ বামরাইল ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব কবির হোসেন বলেন মামুন শ্রমিক লীগের একজন কর্মী তাকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে,
, ইসলামী যুব আন্দোলন বামরাইল ইউনিয়নের সভাপতি
মোহাম্মদ সাঈদুর রহমান সুজন বলেন কে কোন দল করে সে টা বিষয় নয়, এক জন শ্রমিক কে হত্যা করা হয়েছে দূরত্ব হত্যা কারিদের বিচার করতে হবে।
মানববন্ধনে বামরাইল ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিগন বক্তব্য রাখেন,
সাধারন জনগন এই হত্যায় ক্ষোভে ফুসে উঠেছেন,তারা হত্যা কারিদের ফাসির দাবি করেন, এবং জনগনের নিরপত্তার দাবি করেন।
এই নির্মম হত্যাকারীদের দূরত্ব গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন বামরাইল ইউনিয়নের সন্তান ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওঃ নেসারউদ্দিন।
এ ছাড়া ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
www.banglapaper24.com