প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২০, ১১:২৮ অপরাহ্ণ
গোয়ালকান্দি ইউপিতে রাস্তা এইচ বিবিকরণ কাজের শুভ উদ্বোধন
রাজশাহী থেকে-
রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে রাস্তা এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন।
আজ সকাল ৯টায় গোয়ালকান্দি ইউপির ৬নং উদপাড়া ওয়ার্ডের উদপাড়া গ্রামের পাকা রাস্তা হতে ৫৫৮ফিট দুরত্ব ও ৬.৫ফিট রাস্তা এইচবিবি করণ কাজের এর শুভ উদ্বোধন করা হয়।
উদপাড়া গ্রামের এই রাস্তা ৪,৪২,৮৯২ টাকা ব্যয়ে এলজিএসপি -৩ প্রকল্প এর আওতায় এই রাস্তা এইচবিবিকরণ করা হবে।
উদপাড়া রাস্তা এইচবিবিকরণ এর উদ্বোধন শেষে সকাল ১০টায় ৭নং চেউখালী ওয়ার্ড এর জব্বার এর বাড়ি হতে মুনসুরের বাড়ি পর্যন্ত ১০৮ফিট দৈঘ্য ও ৫.৫ ফিট প্রস্থের রাস্তা এইচবিবিকরণ এর শুভ উদ্বোধন করা হয়।
চেউখালীর এই রাস্তা ১,০০,০০(এক লক্ষ) টাকা ব্যয়ে এলজিএসপি -৩ প্রকল্প আওতায় তৈরি করা হবে।
চেউখালী ও উদপাড়া ওয়ার্ডের রাস্তাটি এইচবিবিকরণ এর শুভ উদ্বোধন করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার, তিনি বলেন গ্রাম হবে শহর এই গ্রামকে শহরে পরিণত করার জন্য গ্রামের সকল কাঁচা রাস্তা পাকা করা হবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোয়ালকান্দি ইউপির উদপাড়া ও চেউখালী গ্রামের এই দুটি রাস্তা এইচবিবিকরণ এর শুভ উদ্বোধন করলাম
উদপাড়া ও চেউখালী রাস্তা শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক, ইউপি সদস্য নাজমুল হক, মজনু সাখিদার, আবেদ আলী খামারু, মহিলা ইউপি সদস্য মোছাঃ মমেনা বেগম।
আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মোল্লা, আলহাজ্ব আব্দুর রশিদ ভুদা, লুৎফর রহমান, আব্দুল আজিজ, মুনসুর রহমান প্রমুখ।
www.banglapaper24.com