প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২০, ৫:১৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানি পণ্যের সীমাবদ্ধ তালিকা ড্রোন ও লেজার প্রযুক্তি সহ ২৩ টি পণ্য
আন্তরজাতিক-
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংকট দিন দিন বেড়েই চলছে। ইতোমধ্যে চীন অনেক প্রযুক্তি পণ্যের রপ্তানিতে সীমাবদ্ধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে চীনের সীমাবদ্ধ রপ্তানির তালিকায় অন্তর্ভুক্ত হলো ড্রোন এবং লেজার প্রযুক্তি। এ নিয়ে দুই ডজন প্রযুক্তি পণ্য সীমাবদ্ধ রপ্তানির তালিকায় রাখল চীন।
গত শুক্রবারই চীন জানায়, সীমাবদ্ধ রপ্তানির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে মহাকাশযন্ত্রের উপকরণ থেকে শুরু করে থ্রিডি প্রিন্টিং, এনক্রিপশন এবং বড় আকারের উচ্চ-গতিযুক্ত ওয়াইন্ড টানেলের নকশা ইত্যাদি।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রযুক্তি পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চিন্তা করা হচ্ছে।
গ্রেটার চায়নার প্রধান অর্থনীতিবিদ আইরিস পেং বলেছেন, এই নতুন বিধিনিষেধগুলো প্রমাণ করে- চীন এমন কিছু উচ্চ প্রযুক্তি পণ্যের পেটেন্ট নিয়ে রেখেছে, যেগুলো অন্য অর্থনীতির উৎপাদন ব্যাহত করতে পারে।
গত শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, 'যুক্তরাষ্ট্রে রপ্তানির সীমাবদ্ধ তালিকায় অন্তত ২৩টি পণ্য রাখা হয়েছে।
www.banglapaper24.com