প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২০, ১২:১৪ অপরাহ্ণ
উয়েফার মৌসুমসেরা ২৩ সদস্যের দলেও নেই রোনালডো
আবদুর রহমান-
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা দলে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।তবে দলে রয়েছেন লিওনেল মেসি ও নেইমার।আক্রমণভাগে রয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানডোস্কি।
শুক্রবার উয়েফা সংস্থার ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে পারফরম্যান্সের আলোকে উয়েফার টেকনিক্যাল অবজারভারদের বেছে নেয়া ২৩ সদস্যের নাম।তবে এই দলে জায়গা হয়নি ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।
গত ২৩ আগস্ট পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বায়ার্ন মিউনিখের ৯ জন খেলোয়ার জায়গা পেয়েছেন এই দলে।
বায়ার্নের ম্যানুয়েল নুয়ার,অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক ও লিওঁর আন্তনি লোপেজ রয়েছেন গোলকিপারের তালিকায়।ডিফেন্সে বায়ার্নের আছেন তিনজন- আলফোনসো ডেভিস, জসুয়া কিমিচ ও ডেভিড আলাবা।আর বাকি তিন ডিফেন্ডার হলেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক এবং লিপজিগের দাইয়ু উপামিকানো ও আনহেলিনো।
মিডফিল্ডে টমাস মুলারের সঙ্গে আছেন থিয়াগো আলকান্তারা ও লেয়ন গোরেটস্কা।আট মিডফিল্ডারের বাকিরা হলেন- ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, লিওঁর হোসাম আউয়ার, লিপজিগের মার্সেল জাবিৎসার, পিএসজির মার্কিনিয়োস, আতালান্তার দারিও গোমেস।
www.banglapaper24.com