বরিশাল থেকে-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) বাদ আছর নিউ সার্কুলার রোডস্থ হার্ট ফান্ডেশনের হল রুমে স্বাস্থ্য বিধি মেনে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল'র সংঞ্চলনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহান আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্রতিচারন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু,সাবেক সাংস্কতিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন। একই সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধু ও কৃষক কুলের নয়নমনি আব্দুর বর সেরনিয়াবাত পরিবারের ঘনিষ্ঠ জনরা।এ নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
আর এখনও ঐ চক্র সক্রিয় রয়েছে।তাই সবাইকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করে এগিয়ে যেতে হবে বলে তাদের বক্তব্যে উঠে আসে।
এসময় আরো উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন শাহিন,১৫ নং কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাভলু,১৩,১৪,১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইসরাত জাহান লাভলী,২১ ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, মহানগর ছাত্রলীগের নেতা মাইনুল ইসলাম ছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু'র পরিবারের সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত