আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামি অধিবেশনে সাংবাদিকদের সংসদ ভবনে সংবাদ কাভার করার অনুমতি থাকছে না

নিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ সচিবালয়ের থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৬সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনেও সাংবাদিকদের সংসদ ভবনে গিয়ে কাভার করার অনুমতি থাকছে না ৷ এ ব্যাপরে  সংসদ সচিবালয় কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

 

এতে বলা হয়, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম (২০২০ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সাথে সংসদ অধিবেশন কাভার করে আসছেন।

কিন্তু করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap