পাবনা প্রতিনিধিঃ
২০০৪ সালে নয়া পল্টনে আওয়ামীলীগের দলীয়
কার্যালয়ের সামনে কেন্দ্রীয় আ.লীগের আয়োজনে জনসভায়
গ্রেনেড হামলা হয়।
হামলায় কেন্দ্রীয় মহিলা আ.লীগের
সভানেত্রী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লর রহমানের সহধর্মিনী
আইভি রহমান সহ ২৪ জন নেতা কর্মী নিহত হয়।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
প্রানে বেঁেচ যান।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে গতকাল
জেলা আ.লীগ কার্যালয়ে আইভি রহমান সহ সকল শহীদেও প্রতি
পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধান নিবেদন করা হয়।
এসময় উপস্থিত
ছিলেন জেলা স্বেচ্ছা সেবকলীগে আহ্বায়ক ও জেলা আ.লীগের বন ও
পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, সাবেক ছাত্র নেতা
জেলা স্বেচ্ছা সেবকলীগের নেতা সেলিম হোসেন, সাবেক জেলা
ছাত্রলীগের সভাপতি জেলা সেচছা সেবকলীগের নেতা আহমেদ শরিফ
ডাব্লু, জেলা সেচছা সেবকলীগের নেতা সককারী শহীদ বুলবুল
কলেজের সাবেক ভিপি আব্দুল আজিজ, সদর থানা জেলা সেচছা
সেবকলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, জেলা
সেচছা সেবকলীগের নেতা রিঙ্কু, পলাশ, নাসিম, রুবেল, নাহিদ,
মীর্জা মুন্না প্রমুখ।