কালিয়াকৈর থানার নবাগত ওসি সানোয়ার জাহান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- কালিয়াকৈর সার্কেল এএসপি আল মামুন, কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মত বিনিময় সভায় কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ূব রানা, সাবেক সভাপতি আব্দুল আলীম, আরিফ হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সাগর আহম্মেদ, সেলিম হোসেন,ফজলুল হকসহ আরো অনেকেই।
পরে থানার নবাগত ওসি সানোয়ার জাহান তাঁর বক্তব্যে মাদক, দুনর্ীতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন।