আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি ড্রোন ভূপাতিত করল হুতিরা

সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।
আল-মাসিরা টিভি জানিয়েছে, রোববার ইয়েমেনের আল-হুদায়দা’র আকাশে চক্কর দেয়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয় এবং সঙ্গে সঙ্গে তা ভূপাতিত হয়।
সৌদি আরব হুতিদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অংশ হিসেবে ড্রোনটি পাঠিয়েছিল বলে দাবি তাদের।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি আরবের তায়িজ প্রদেশে আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
সপ্তাহখানেক আগেই ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নজরান প্রদেশে সৌদি আরবের তিনটি সামরিক ঘাঁটি এবং ১৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল হুতি বিদ্রোহীরা।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি।
তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।
সে কারণেই সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হুতিরা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap